Take a fresh look at your lifestyle.

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট সিসি

১৪৮

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন সিসি।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি জানিয়েছে, এবার নির্বাচনে ৬৭ মিলিয়ন ভোটারের মধ্যে ভোটের হার ছিল ৬৬ দশমিক ৮ শতাংশ।

এক দশক ধরে মিসরের ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধান সিসি এবার পেয়েছেন ৩৯ মিলিয়নের বেশি ভোট।

নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রার্থী না থাকায় এটিকে সহজ বিজয় হিসেবে মনে করা হচ্ছে। দেশটির সংবিধান অনুসারে, এটিই হবে সিসির শেষ মেয়াদ। এরপর আর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।

গত মঙ্গলবার আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর ভোটগ্রহণ শেষ হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Leave A Reply

Your email address will not be published.