Take a fresh look at your lifestyle.

ফিলিস্তিনিদের প্রশংসায় পঞ্চমুখ ইরানের প্রেসিডেন্ট

২০৬

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ‘ফিলিস্তিনি প্রতিরোধের উদ্ভাবনী ও চমৎকার বিজয়’কে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের নেতা জিয়াদ নাখালেহের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি ইসরায়েলে হামলার প্রশংসা করেন। রোববার ইরানি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনারা সত্যিই এই উদ্ভাবনী এবং বিজয়ী অভিযানের মাধ্যমে ইসলামী সম্প্রদায়কে খুশি করেছেন। প্রতিরোধ ফ্রন্ট যখন  শিখরে উঠছে তখন ইহুদিবাদী শাসনের পতন ঘটছে।’

ইসলামিক জিহাদের নেতা নাখালেহ ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

 

ইরান ১৯৭৮ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিয়ে আসছে। শনিবার ইসরায়েলে বিধ্বংসী হামলার পর মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই হামাসের প্রশংসা করেছে।

Leave A Reply

Your email address will not be published.