Take a fresh look at your lifestyle.

সরস্বতী পূজা নানান আয়োজনে বরিশালে 

৮৪
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান,পাড়ামহল্লাসহ বাসা বাড়িতে সরস্বতী পূজা নানান আয়োজনে অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে মাঠে ২৩ টি বিভাগের  মন্ডপে একসাথে পূজা অনুষ্ঠিত হবে।
শংকরমঠ, রামকৃষ্ণ মিশনেও ব্যাপক আয়োজনে পূজা অর্চনা হবে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজে জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন হচ্ছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।বুধবার ১৪ ফেব্রুয়ারী সকালে থেকে পূজা শুরু হবে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাংলা পূজা শেষে ভক্তরা অঞ্জলি দিবেন   এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.