বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশের বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মহানগরীর বন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, কেউ আগুন না ধরালে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাসে এমন সময়ে আগুন লাগার কোনো কারণ নেই।
বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই তা নেভানো সম্ভব হয়েছে। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বাসটি প্রায় ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।