Take a fresh look at your lifestyle.

বরিশাল নগরীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৭৭

বরিশাল সিটি করপোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর দক্ষিণ আলেকান্দা কিশোর মজলিস কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা খাতুন, বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান সহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বরিশাল সিটি করপোরেশন এলাকার ২২০টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার এই ক্যাম্পেইনের আওতায় বরিশাল সিটি করপোরেশন এলাকার ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৯ হাজার শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সিটি করপোরেশন। সকাল ৮টায় শুরু হওয়া এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলার কথা জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

 

Leave A Reply

Your email address will not be published.