Take a fresh look at your lifestyle.

বরিশাল বোর্ডে পাসের হার ৮০.৬৫ শতাংশ

১৩২

এইচএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে ঝালকাঠি জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নিচে রয়েছে পটুয়াখালী জেলা।

রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫। এর মধ্যে শতভাগ পাস করেছে ১৩টি প্রতিষ্ঠান। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী।

এবার ব‌্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর বিজ্ঞান ও মানবিক বিভাগের অবস্থান।

৭ হাজার ৩৮৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ১ হাজার ৯৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৬২১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

Leave A Reply

Your email address will not be published.