ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের দল ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
শুক্রবার দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণার জন্য আয়োজিত বরিশালের জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।’
শেখ হাসিনা বলেন, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কী মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না।
তিনি আরও বলেন, বরিশাল এক সময় ছিল শস্য ভান্ডার। আবার আমরা সেই ভান্ডারের সুনাম ফেরাতে সাইলো নির্মাণ করছি। দেশকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট চান প্রধানমন্ত্রী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (বর্তমানে বহিষ্কৃত) শাহজাহান ওমর বীর উত্তম।