Take a fresh look at your lifestyle.

বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজন ‘সংযোগ’-এর অষ্টম আসর

২২৬

বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজন ‘সংযোগ’-এর অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলেজের প্রাক্তনী সংসদ কর্তৃক আয়োজিত এই আয়োজনের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, সংসদ সদস্য, মানবাধিকারকর্মী ও শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী আরোমা দত্ত, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি জয়ন্ত বক্সী প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.