Take a fresh look at your lifestyle.

জাহিদ হাসান হাসপাতালে

২৬৯

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এখনো তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

 

একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, শীতের কারণে এ অভিনেতা বেশ বিপাকে পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি।

বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

Leave A Reply

Your email address will not be published.