লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ফ্যাসিস্টি আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতার বিরুদ্ধে ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেল শোডাউন এবং বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ শোডাউন ও বিক্ষোভ করা হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়েছে। যার জন্য দলটির নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। তবে তারা বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে ষড়যন্ত্র করছেন। তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী সতর্ক অবস্থানে থাকবে। কোনো মূল্যেই স্বৈরাচারদের আর রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভে লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল-সবুজ, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, নাঈম পাটোয়ারি এবং মো. সেকান্তরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।