বরিশাল নগরীর ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার স্টীমারঘাট ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, অভিযানে বিভিন্ন ধরনের ফল, খাবারের দোকানে পণ্যের বাড়তি মূল্য রাখা, মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ভোক্তার লিখিত অভিযোগের ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।