Take a fresh look at your lifestyle.

বরিশালে নানান আয়োজনে মহালয়া অনুষ্ঠিত

৬৬

 

নিজস্ব প্রতিবেদক।।
চন্ডিপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
রবিবার সকাল সাড়ে ৬টায় বরিশাল নগরীর স্ব-রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উলুধ্বনী ও চন্ডিপাঠের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠানের সূচনা হয়। চন্ডিপাঠ করেন বিশ্বনাথ রায়।
সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। ভোর থেকেই অনুষ্ঠান স্থলে দেখা যায় নানা বয়সী মানুষের উপচে পরা ভিড়। মহালয়ার এমন আয়োজনে খুশি আগতরা।
আগমনী সংগীত পরিবেশন করেন কমল ঘোষসহ অন্যান্য শিল্পীরা। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন তরুন ভক্ত সংঘ শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও নটরাজ নৃত্যাঙ্গন এর শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ‘গীতিনাট্য’ ‘দশপ্রহরণধারিনী’ পরিবেশন তিলকস গ্রুপ।

শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সভাপতি নারায়ন চন্দ্র দে জানান, বরিশালে শারদীয় উৎসব  ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ থেকেই শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে।

এ বছর সিটি কর্পোরেশন এলাকায় ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিটি মণ্ডপে চলছে  শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে আলোকসজ্জার কাজ।

Leave A Reply

Your email address will not be published.