Take a fresh look at your lifestyle.

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ

১৮
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা বন্ধের দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন ও সংহতি সমাবেশ হয়েছে।
শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পৃথক এ কর্মসূচি করে বাসদের জেলা শাখা ও জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা দ্রুত বন্ধ ও খুনী নেতানিয়াহুর বিচার দাবি করেন।
বাসদের সমাবেশে বক্তৃতা দেন, বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সদস্য সুজন শিকদার, দুলাল মল্লিক প্রমুখ। গণসংহতি আন্দোলনের সংহতি সমাবেশে বক্তৃতা দেন, বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, যুব ফেডারেশন জেলা সংগঠক মারুফ আহমেদ ও ছাত্র ফেডারেশন জেলা সভাপতি সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।
পৃথক কর্মসূচির বক্তারা প্রায় একই সুরে বলেন, ফিলিস্তিনে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে মানবতাবিরোধী অপরাধ করেছে। ফিলিস্তিনের নৃশংস হামলায় এ পর্যন্ত সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে  দুই শতাধিক শিশু। অবিলম্বে গাজায় শিশু-গর্ভবতী নারী, বৃদ্ধসহ সববয়সীদের হত্যা বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েলি সরকারপ্রধান নেতানিয়াহুকে শাস্তির আওতায় আনতে হবে। এই বিষয়ে জাতিসংঘ যে নিরব ভূমিকা পালন করছে তার সমালোচনা করেন বক্তারা। বক্তারা ফিলিস্তিনের মানুষের আবাসভূমি অবিলম্বে তাদের ফিরিয়ে দিয়ে এতকাল যাবৎ ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে তার বিচার দাবি করেন।

Leave A Reply

Your email address will not be published.