Take a fresh look at your lifestyle.

আগৈলঝাড়ায় চুরির অভিযোগে দুই যুবককে মাথার চুল কেটে নির্যাতন

বরিশালের আগৈলঝাড়ায় চুরি করার অভিযোগে দুই যুবককে মাথার চুল কেটে, খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরির মালিক হাসান ফকির। কারখানার কর্মচারী ছিলেন যবসেন গ্রামের ইনু পাইকের ছেলে লিমন পাইক। গত ৮ মার্চ রাতে ওই কারখানা থেকে কর্মচারী লিমন পাইক ৭০ হাজার টাকা চুরি করে ঢাকায় চলে যান বলে অভিযোগ ওঠে।

লিমন পাইক ও তার বন্ধু ইমন মোল্লাকে খুঁজে ঈদের পরের দিন ঢাকার মোহাম্মদপুর থেকে আগৈলঝাড়ায় নিয়ে আসেন হাসান ফকির।

পরে তাদের দুজনের মাথার চুল কেটে, চোরের প্লেকার্ড ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে মঙ্গলবার রাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

উপজেলা সদর বাজারে এমন ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে টাকা চুরির কথা স্বীকার করেছেন ওই দোকানের কর্মচারী লিমন পাইক। জমি বিক্রি করে টাকা পরিশোধ করে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ইমন মোল্লার পিতা ব্যবসায়ী বাবুল মোল্লা বলেন, আমার ছেলে চুরি করলে তার বিরুদ্ধে মামলা করে থানায় ধরিয়ে দেন। তাকে তো এভাবে মাথার চুল কেটে রশি দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি।

কারখানার মালিক হাসান ফকির জানান, তারা যেন পালাতে না পারেন সেই জন্য রাতে শিকল দিয়ে বেঁধে রেখেছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

Leave A Reply

Your email address will not be published.