Take a fresh look at your lifestyle.

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে

১০৬

২০২৫ সালের এইচএসসি ও সমমানের সব বিষয়ের পরীক্ষা পূর্ণ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, করোনা অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সংক্ষিপ্ত সিলেবাসে) ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষা নেওয়া হচ্ছিল। ২০২৫ সাল থেকে পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.