Take a fresh look at your lifestyle.

সাবেক ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

৩১

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন এমন ২১ জন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

এর আগে ২০১৮ সালে নির্বাচনে কাজ করা ৪৫ সাবেক জেলা প্রশাসককে ওএসডি করা হয়।

 

এদিকে গত বছরের জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে  বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

এ ছাড়া জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারে বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে দিয়ে টানা ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ। ওই দুই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.