Take a fresh look at your lifestyle.

শিশু হত্যার বিচার চেয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের সমাবেশ

১৪২

বরিশালের গৌরনদীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে শিশু সাফওয়ান হত্যার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নগরীর বিএম কলেজ রোডে কলেজ গেটে এই মানববন্ধন হয়। এসময় শিক্ষার্থীরা মামলার সব আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। হত্যার শিকার হওয়া শিশু ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসেছিল।

মানববন্ধনে বক্তৃতা দেন, ইলিয়াস তালুকদার, রুম্মান হোসেন, জহির রায়হান, সাগর মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে সাত বছরের শিশু সাফাওয়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর মামলা দায়ের হলেও সব আসামি আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই সুষ্ঠু বিচার নিয়ে শংকা দেখা দিয়েছে। এ কারণে অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত গত বুধবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। ১৬ ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের একটি ডোবার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির চোখে ও কানে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছে মামলার চার আসামি

Leave A Reply

Your email address will not be published.