Take a fresh look at your lifestyle.

মেহেন্দিগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

১৯১

বরিশালের মেহেন্দিগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেহেন্দিগঞ্জের শিশু সংগঠন শিশু স্বপ্নের উদ্যোগে রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় পাতারহাট মাছ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিশু স্বপ্নের সভাপতি চিত্রশিল্পী মো. সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাজারের ইজারাদার মো. কালাম, তরকারি ব্যবসায়ী মো. সুমন, পান বিক্রেতা মো. কিশোর, কাঞ্চন ও মাংস বিক্রেতা মো. মঞ্জু।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.