Take a fresh look at your lifestyle.

মধ্যপ্রাচ্যে সফরে পুতিন

২৫২

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুতিন। তাকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। আল-জাজিরা।

রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভকে উদ্ধৃত করে এর আগে রুশ সংবাদমাধ্যম ‘শট’ জানায়, রুশ প্রেসিডেন্ট প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এবং তারপর সেখান থেকে সৌদি আরব যাবেন। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

উশাকভ বলেন, আমি আশা করি, সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে (পুতিনের) খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

রয়টার্স বলছে, ওপেক প্লাসে সহযোগিতামূলক সম্পর্ক ছাড়াও পশ্চিমা নয় এমন দেশগুলোর সঙ্গে বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছেন পুতিন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী তিনি।

এর মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটিই দেখাতে চান পুতিন।

 

সাম্প্রতিক সময়ে খুব বেশি বিদেশ সফর করেননি পুতিন। যেসব দেশে গেছেন তার বেশিরভাগই আবার সাবেক সোভিয়েত ইউনিয়ন-ভুক্ত দেশ। আর সাবেক সোভিয়েত-ভুক্ত দেশগুলোর বাইরে সবশেষ গত অক্টোবরে চীন সফরে যান তিনি।

Leave A Reply

Your email address will not be published.