Take a fresh look at your lifestyle.

বিএনপি নির্বাচন প্রতিহত নয়, পরিহারের কথা বলেছে

১৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, কেউ কেউ বলছে যে, আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। এটা সম্পূর্ণ ভুল কথা। বিএনপি কোনো দিন বলে না যে, তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে—এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা। আমরা এই নির্বাচনকে পরিহার করছি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি বলেন, সরকার বিএনপির নামে নানা মিথ্যাচার ছড়াচ্ছে। এই সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না। এ জন্যই তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

এদিকে দ্বাদশ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে আন্দোলনরত বিএনপি মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নতুন করে তিনদিনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।

Leave A Reply

Your email address will not be published.