Take a fresh look at your lifestyle.

বরিশাল নগরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

২৪৫

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের নথুল্লাবাদ বাজার, চৌমাথা বাজার, কাশিপুর বাজার ও বাংলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ও মো. শহীদ উল্লাহ।

অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.