Take a fresh look at your lifestyle.

বরিশালে সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬১

বরিশালে সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা শহরের সার্কিট হাউস মিলনায়তনে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, বরিশালের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসগুলোর আওতাধীন সব শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের সার্কিট হাউস মিলনায়তনে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

জেনারেল ম্যানেজার’স অফিস, বরিশালের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী।

Leave A Reply

Your email address will not be published.