Take a fresh look at your lifestyle.

বরিশালে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

৩৫৩

বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. আব্দুল ওয়ারেস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম মোফাজ্জেল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর সহকারী রেজিস্ট্রার মেহেদি হাসান শুভ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাফিজ, ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার আল আমিন জুয়েল, সাংবাদিক জিয়াউল করিম মিনার, সাংবাদিক সাকিব রেজা, ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সাগর, দৈনিক মুখপত্র পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান রিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম. মোফাজ্জেল।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সংবাদ পরিবেশনের মধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সময়ের আলো। বক্তারা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তথ্য ভিত্তিক সংবাদ দিয়ে দেশ ও জাতির কল্যানে এ পত্রিকাটি আরো ভূমিকা রাখবে। সময়ের আলো যে সংবাদ পরিবেশন করবে সেটি হবে সত্য সংবাদ। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে সেটিকে তুলে ধরার পাশাপাশি বরিশালের নানান সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরার আহবান জানান অতিথিবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.