Take a fresh look at your lifestyle.

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২৩৫

বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেট্রোপলিটনের বন্দর থানা চত্ত্বরে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

মহানগরীর সকল থানা এলাকায় পৃথক ভেন্যুতে আয়োজিত এই টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকার ৩৮টি টিম, বন্দর থানা এলাকার ৩৬ টি, কাউনিয়া থানা এলাকার ২৪টি এবং বিমান বন্দর থানা এলাকার ৪৫টিসহ মোট ১৪৩টি টিম অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত উপ- কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম এবং বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.