Take a fresh look at your lifestyle.

বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালন

৩৪৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নগরের ৩০টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে নগরের সদররোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতারা।

পরে মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা আইনজীবী সমিতির নেতারা পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, আজকের এই দিনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

সকাল সাড়ে ১০টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া নগরের ৩০টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

Leave A Reply

Your email address will not be published.