২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় পরিকল্পিতভাবে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত সব বিডিআর সদস্যকে পুনর্বহালের দাবি জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ বরিশাল জেলা শাখা।
সংবাদ সম্মেলনে বিডিআর থেকে চাকরিচ্যুত হওয়া হাবিলদার মো. শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যতে বিতাড়িত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পিলখানায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের অভিযোগ করেন। তিনি বলেন, আমরা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এখানে উপস্থিত।
তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের প্রভু দেশকে সন্তুষ্ট ও সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ন করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করতে প্রতিশোধের স্পৃহা ও ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়।
এ হত্যাকাণ্ডে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছেন।