Take a fresh look at your lifestyle.

নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট

১৫৯

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই অবস্থান আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশ নেব।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিছবাহুর রহমান বলেন, আমাদের দল নির্বাচন কমিশনে এখনও নিবন্ধিত নয়। এ কারণে আমাদের দলীয় প্রতীক নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল মহাজোটের অন্যতম অংশীদার ছিল। এর আগে আমাদের দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে আওয়ামী লীগ এবং তার দলীয় প্রধানের দুর্দিনে আমরা পাশে ছিলাম, এখনও থাকব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই অবস্থান আমাদের ধরে রাখতে হবে। এবারের নির্বাচনে আমরা ৪০-৪৫টি আসন থেকে নির্বাচন করব।

Leave A Reply

Your email address will not be published.