দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের বক্তারা।
বুধবার দুপুরে নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে টেকসই জ্বালানির ভবিষ্যৎ ও বিকল্প জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে এ আহ্বান জানান হয়। পরিবেশবাদী সংগঠন প্রান্তজন, ক্লিন এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের নেতা, শিক্ষার্থী ও নগরীর বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পুরো পৃথিবীর জলবায়ু হুমকির মুখে। এরই মধ্যে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এ সংকট আরও ভয়াবহ করেছে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির প্রসার এবং ক্লিন এনার্জির (পরিচ্ছন্ন জ্বালানি) ওপর গুরুত্ব দিতে হবে। পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। এরমধ্যদিয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও হ্রাস পাবে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক জাহিদা খানম, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) বরিশাল অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক মিস্ত্রি এবং বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহেদ মুরাদ। সংলাপে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদি। সংলাপটি সঞ্চালনা করেন প্রান্তজনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা