Take a fresh look at your lifestyle.

জাসদের ১৮১ আসনে প্রার্থী চূড়ান্ত

২১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে জাসদ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের বিপরীতে দলের মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

১৮১টি আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এ সময় উপস্থিত ছিলেন- জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

Leave A Reply

Your email address will not be published.