প্রথমবার রাতে মতিঝিলে মেট্রোরেল
রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা কর্মজীবী মানুষের গণপরিবহনে ওঠার ভোগান্তি নিত্য ঘটনা। যদিও কাঙ্ক্ষিত বাসের দেখা মেলে, তবু উঠতে হয় লড়াই করে। ঠাসাঠাসি করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দায়। তার ওপর যানজটে অতিষ্ঠ জীবন। এ যেন যুদ্ধে জেতার মতো।
অবশেষে…