স্বেচ্ছাসেবক দল নেতার পদ ফিরে পেতে কর্মীদের মানববন্ধন বরিশালে

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির স্থগিত হওয়া পদ ফিরে পেতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) নগরীর সদর রোডে এ মানববন্ধন করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা জনির পদ ফিরিয়ে দেয়ার দাবি জানান।
এসময় বক্তৃতা দেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শামিম আহমেদ, রেজাউল কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ সাল থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করছেন জনি। এরপর ওয়ার্ড ছাত্রদল থেকে রাজনীতি করে সবশেষ বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদ পান। গত ১৬ বছরে আওয়ামী লীগের দেয়া প্রায় তিন ডজন মামলার আসামি তিনি। এরপর তার পদপদবি স্থগিত করতে রাজনৈতিক প্রতিপক্ষ অপপ্রচার চালিয়ে তার পদ সাময়িক স্থগিত আদেশ করিয়েছে।
পদ স্থগিত হওয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। যা সুষ্ঠু তদন্ত করলেই প্রমাণিত হবে।
Comments (০)
Add Comment