স্থানীয় নির্বাচনের জন্য এক বছর লাগবে, কেন সময় নষ্ট করব

 

নির্বাচন কমিশন (ইসি) এখন কেন সময় নষ্ট করবে, এমন প্রশ্ন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের।স্থানীয় নির্বাচনের জন্য এক বছর লাগবে। সরকার এখনো কিছু বলেনি।

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন রাখেন।

সিইসি বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এক বছর লাগবে। আমরা তো সেই প্রস্তুতি শুরু করিনি। সরকারও তো অনুরোধ করেনি। কেন আমি এক বছর সময় নষ্ট করব?

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কার শেষ করতে হবে।

রুলস অব দ্য গেম এখনো ঠিক হয়নি উল্লেখ করে সিইসি বলেন, টাইম কনজিউমিংয়ের বিষয় আছে। এখন ভোটার নিবন্ধন করতে হবে। এরপর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা আটকে আছি। কেননা, আইনটা সংশোধন করতে হবে।

তিনি বলেন, দল নিবন্ধনও সময়সাপেক্ষ বিষয়। কেনাকাটা আছে অনেক। রাতারাতি কিনতে পারি না। আমরা চেয়েছিলাম ভোটার নিবন্ধনের পাশাপাশি কাজগুলো এগিয়ে নিতে। আইনি জটিলতার কারণে পারছি না। বিশেষ করে সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ করতে পারছি না।

নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন- আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যরা উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment