মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, সফলতা নিয়ে শঙ্কা

রাসেল হোসেন:
মা ইলিশ রক্ষায়  শনিবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে ।  তবে এখনও অধিকাংশ ইলিশের পেটে ডিম না আসায় এ নিষেধাজ্ঞার সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলে ও আড়ৎদাররা।

সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, বিপণন, মজুত ও বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এ সময় জেলেদের মাছ ধরা বন্ধ রাখতে মাঠে থাকবে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড।

তবে বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের ইলিশ আড়ত ঘুরে দেখা গেছে এখনও অধিকাংশ ইলিশের পেটে ডিম আসেনি। তাই মা ইলিশ নিষেধাজ্ঞার সফলতা নিয়ে শংকা দেখা দিয়েছে ।

মেহেন্দিগঞ্জের মেঘনা নদী পাড়ের বাসিন্দা জেলে মকবুল মাঝি বলেন, ডিম না আসতেই মাছ ধরা বন্ধ হয়ে গেল। যদি আরও কিছুদিন পরে নিষেধাজ্ঞা দেয়া হত তাহলে আমাদের জন্য ভালো হত। আর মা ইলিশ রক্ষাও ভালো হত।

বরিশালের পোর্ট রোড মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি কামাল সিকদার বলেন, এবার ১০ দিন আগে নিষেধাজ্ঞা দিয়েছে। মাছের পেটে ডিম নাই। সরকার যদি অরিজিনাল জেলে, গবেষক ও আড়ৎদারদের নিয়ে বসে নিষেধাজ্ঞার সময়টা ঠিক করে তাহলে ভালো হতো।

ইলিশ গবেষক ও সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের পেটে ডিম আগে পরে আসে। গত বছর নিষেধাজ্ঞার ফলে প্রায় ৫২.৫ শতাংশ ডিমওয়ালা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। যেহেতু নিষেধাজ্ঞা আশ্বিনের ভরা পূর্ণিমাকে কেন্দ্র করে দেয়া হয়েছে। সেহেতু জেলেদের সহায়তার পরিমান বৃদ্ধি করতে হবে ও সঠিকভাবে নজরদারি  করলে সফলতা আসবে ।

বরিশাল জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আশ্বিনের পূর্নিমা ইলিশের ডিম ছাড়ার সব থেকে উপযুক্ত সময়। আজকে (গতকাল) ৩রা অক্টোবর একাদশী। স্বাভাবিক ভাবে একাদশীতে  পানির চাপ কম থাকে তাই সাগর থেকে ইলিশও কম আসে। এখন ইলিশ মাছ কম পাওয়া যাচ্ছে তাই ডিম ওয়ালা মাছও কম পাওয়া যাচ্ছে । আজ দ্বাদশী থেকে পানির চাপও বাড়বে ইলিশ মাছও বাড়বে। এবং ডিম ওয়ালা ইলিশ মাছ বৃদ্ধি পাবে।

Comments (০)
Add Comment