বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমকে অনলাইনের আওতায় এনে বাল্যবিয়ে রোধের নতুন উদ্যোগ নিয়েছে আইন ও বিচার বিভাগ।
এ লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের প্লানিং সেলের তথ্যমতে, বিবাহ ও তালাক নিবন্ধনের কার্যক্রমটি মন্ত্রিপরিষদ বিভাগের সিআরভিএস কার্যক্রমের সঙ্গে সমন্বিত থাকবে।
এতে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমটি জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, মৃত্যুর কারণ নিবন্ধন, শিক্ষা, অভিগমন কার্যক্রমের সঙ্গে ডাটা কানেকটিভিটির মাধ্যমে যুক্ত থাকবে। এ প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন অনুযায়ী বিবাহের জন্য প্রাপ্ত বয়স্ক না হলে বিবাহ নিবন্ধন সম্ভব না হওয়ায় বাল্যবিয়ে বন্ধ হবে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১ কোটি চার লাখ ৬৮ হাজার টাকা ধরে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ২০২৫ সালের জুন মাসের মধ্যে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম অনলাইনের আওতায় আসবে বলে জানায় মন্ত্রণালয়।