বিএমপি’র মাঠ কর্মকর্তাদের সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

শনিবার বিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে কোর্সের উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও তদন্তের সার্বিক মানোন্নয়নের জন্য মামলা তদন্তে ত্রুটি-বিচ্যুতি, তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য প্রদান ও জেরায় ভুল ত্রুটিগুলো বিস্তারিত আলোচনা করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।

প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের মামলা তদন্তে ত্রুটি-বিচ্যুতিসমূহ এবং সিডিএমএসে মামলা এন্ট্রি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় বিএমপি’র উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত উপ-কমিশনার মো. আবদুল ওয়ারেস, সহকারী কমিশনার ত. ম. রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Comments (০)
Add Comment