বিএমটিএ এর বরিশাল বিভাগীয় সম্মেলন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এর বরিশাল বিভাগীয় সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি), বরিশাল অনু‌ষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল টেনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ, বরিশাল বিভাগ এর
আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ড্যাব ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।  বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন।  অনুষ্ঠানের উদ্বোধন ক‌রেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু। এম-ট্যাব বরিশাল আঞ্চলিক কমিটি, বরিশাল এর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছি‌লেন, বিএমটিএ কেন্দ্রীয় সংসদের  মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব।
অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, এম ট্যাব কেন্দ্রীয় সংসদ ঢাকা সভাপ‌তি এ.কে.এম মুসা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাহিত্য বিষয়ক সম্পাদক ডাঃ ফারুক আহমেদ, ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, বরিশাল  সভাপ‌তি ডাঃ মোঃ নজরুল ইসলাম সেলিম, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপ‌তি ডাঃ মোঃ কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবদুল মুনয়েম সাদ, এম-ট্যাব বরিশাল আঞ্চলিক কমিটির সভাপ‌তি মোঃ ইউছুফ বাবুল প্রমুখ।
Comments (০)
Add Comment