বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরীর নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার নাম পরিবর্তন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মনিরুল ইসলাম জানিয়েছেন।
এর আগে রেজিষ্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্বান্তে তিনটি আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরীর নাম পরিবর্তন করা হয়েছে। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম বিজয় ২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব হলের নাম তাপসী রাবেয়া বসরী হল ও শেখ হাসিনা হলের নাম কবির সুফিয়া কামাল হল রাখা হয়েছে।
এছাড়াও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরীর নাম কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দেয়া ২২ দফার মধ্যে এসব পরিবর্তন ছিলো। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরিবর্তন কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় নাম পরিবর্তন করা হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে। নোটিশ জারীর সাথে সাথে আদেশ কার্যকর হয়েছে।