বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে কাজী আল মামুনকে সভাপতি এবং আরিফিন তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার সকালে প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে অর্থাৎ সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে খান রুবেল ও কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবারকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে পদাধিকার বলে প্রেসক্লাব কার্যকরী সংসদের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কল্যাণ তহবিলের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মুরাদ আহমেদ এবং কমলসেন গুপ্তকে মনোনীত করা হয়েছে।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
এছাড়াও প্রেসক্লাব সদস্যদের কল্যাণে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যক্রম গতিশীল এবং আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রেসক্লাব সদস্যরা।