১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে বরিশালে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আসাদ পরিষদ, বাসদ, গণসংহতি আন্দোলন ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসাদ পরিষদ জেলা শাখার সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং শামিল শাহরুখ তমালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোর্তিম্ময় চক্রবর্তী রতন, অধ্যাপক আমিনুর রহমান খোকন, অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, একে আজাদ, ড. মনীষা চক্রবর্তী, আরিফুর রহমান মিরাজ, সুজয় শুভ, বিজন সিকদার, মিন্টু দে ও কিশোর চন্দ্র বালাসহ অন্যান্যরা।
আসাদ দিবস স্মরণসভা অনুষ্ঠানে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করে শালিন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।