বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রহসনের নির্বাচন বাতিল এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রতিবাদে বরিশালে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভের আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমন্বয়ক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, অ্যাডভোকেট একে আজাদ, অধ্যাপক বিরেন রায়, কমরেড বিজন সিকদার, অ্যাডভোকেট খালেকুজ্জামান ও কমরেড দুলাল মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সরকার প্রহসনের নির্বাচনে নতুন ভোটারদের ভোট প্রদান থেকে বঞ্চিত করেছে। জনগণের মতামত উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি আবারও একটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে তারা। এ জন্য এই নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের কোনো আগ্রহ নেই। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে তারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। ৭ জানুয়ারির ভোটও প্রহসনের ভোটে পরিণত হবে বলে বক্তব্যে বলেন তারা।

 

Comments (০)
Add Comment