বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।
নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।
পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬টায় বরিশালের উদ্দেশ্যে ছাড়ে চাকলাদার পরিবহনের ওই বাসটি। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া সুমনকে বাসটি চাপা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে আছড়ে পড়ে এবং পুকুরে গিয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে চৌকিদারবাড়ির পুকুরের মধ্যে খাদে পড়ে। এতে বাসের ১৫ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। পাশাপাশি গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা সুপারভাইজার মো. কাদেরের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ের থানা পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।