বরিশালে নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরের বিভিন্ন মন্দিরে এবং পাড়া মহল্লা ও ব্যক্তিগত উদ্যোগে পূজার আয়োজন হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।হিন্দু পুরাণ অনুযায়ী, বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেয়।পূজায় মূলত শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা পালন করে। তারা প্রতিমা সাজানো, পূজার আয়োজন ও প্রসাদ বিতরণে অংশ নেয়। অনেকে হাতে আলপনা এঁকে, দেবীকে বই, মালা ও কলম উৎসর্গ করে বিদ্যা ও জ্ঞানের বর কামনা করেন।

বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা। ভোর বাণী বন্দনা শুরু হয়ে  ১০ টা ২৭ মিনিট  অবদি পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।পরে প্রসাদ বিতরণ করা হয়।


নগরের সরকারি ব্রজমোহন কলেজের মাঠে ২২ অনুষদ, কেন্দ্রীয় মন্ডপ মিলিয়ে মন্ডপে সরস্বতী পূজা হচ্ছে। মন্দির গুলোতো আরতি করা, গীতা পাঠ ও ভক্তমূলক সঙ্গীত পরিবেশন করতে দেখা গেছে।

এছাড়া রামকৃষ্ণ মিশন,শঙ্কর মঠ মন্দিরসহ বরিশাল বিশ্ববিদ্যালয়, শের ই বাংলা মেডিক্যাল কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃতলাল দে কলেজসহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় পূজার আয়োজন হয়।

শিক্ষার্থীরা বলেন, পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে। তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। পাশাপাশি দেশের মঙ্গল কামনা করেন সবার জন্য। প্রায় পূজা মণ্ডপেই বিকেলে থাকছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments (০)
Add Comment