দুই দিনে ১৮৩ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে আরও ১৪১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এ নিয়ে গত দুইদিনে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জন। এর মধ্যে প্রথম দিন মঙ্গলবার আবেদন করেছিল ৪২ জন।

বুধবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।

ইসি সূত্র জানায়, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী বুথে প্রার্থীদের আপিল আবেদন জমা নেয়া হয়। ৫ ডিসেম্বর হতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আপিল আবেদন জমা দেয়া যাবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

মাহবুবার রহমান জানান, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসির দশটি অস্থায়ী বুথে সারা দেশের মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা আপিল আবেদন করেছেন। এর মধ্যে রংপুর অঞ্চলের বুথে ১৪টি, রাজশাহী অঞ্চলের বুথে ২৬টি, খুলনা অঞ্চলের বুথে ১৮টি, বরিশাল অঞ্চলের বুথে ছয়টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ১৯টি, সিলেট অঞ্চলের বুথে চারটি, ফরিদপুর অঞ্চলের বুথে ছয়টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৯টি, কুমিল্লা অঞ্চলের বুথে ১৬টি এবং ঢাকা অঞ্চলের বুথে ২৩টি আপিল জমা হয়েছে।

Comments (০)
Add Comment