টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ডের নামের তালিকা বাতিল দাবি বরিশালে

টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ডের নামের তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত অসহায়দের অন্তর্ভুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর কাউনিয়া মেইন রোডে ২ নম্বর ওয়ার্ডের সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আবদুল জব্বার, সোহরাব হোসেন, ইয়াসিন হাওলাদার প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, অনিয়ম, স্বজনপ্রীতির মাধ্যমে মৃত ব্যক্তি ও সচ্ছল পরিবারের সদস্যদের নিয়ে নতুন তালিকা করা হয়েছে। ফলে প্রকৃত অসহায়রা স্মার্টকার্ড পাননি। এতে অসহায় ব্যক্তিরা ন্যায্যদামে সরকারি পণ্য কিনতে ব্যর্থ হবেন; যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের আরও অর্থ সংকট তৈরি করবে। তাই অবিলম্বে অসহায়দের নিয়ে নতুন তালিকা তৈরির দাবি জানান তারা।

Comments (০)
Add Comment