কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ কর্মসূচির আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে এতে শতাধিক তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করেন।
একই সাথে কুয়াকাটা সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার লক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইন করা হয়। এসময় পর্যটকদের সচেতন করা এবং সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিন জাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেন তারা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কার্যক্রমে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো.হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।