শিক্ষার্থীদের লেখা-পড়ার দিকে মনযোগী হওয়ার আহ্বান: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের লেখা-পড়ার দিকে মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হবে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হচ্ছে। এ নারীর ক্ষমতায়নে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা ভবিষ্যতে কার্যকর ভূমিকা পালন করবে।  দেশের সব ক্ষেত্রে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্পিকার ও ডেপুটি স্পিকার নারী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নারীরা রয়েছেন। সুতরাং সবদিকে নারীরা এগিয়ে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, সবার প্রচেষ্টায় আমরা নতুন মেয়র নির্বাচিত করেছি, আমাদের ইচ্ছা, স্বপ্ন বরিশালকে আধুনিক শহরের রূপান্তর করবো। সব ধরনের উন্নয়ন হবে বরিশালে। আমি এখানকার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে সিটি মেয়রকে সার্বিক সহযোগিতা করবো।

তিনি বলেন, বরিশালে ভোলা থেকে গ্যাস আনা হচ্ছে, এজন্য পাইপ লাইন স্থাপনে টেন্ডার কার্যক্রম দুমাসের মধ্যে শুরু করা হবে। এছাড়া সদর উপজেলার লামচরিতে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। সেখানে দেশি-বিদেশি শিল্প কারখানা গড়ে উঠবে। সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে যা বরিশালের বেকার সমস্যা নিরসনে কাজ করবে।

বেকার সমস্যা নিরসন হলেও ভালো আর বড় বড় পদে আসীন হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Comments (০)
Add Comment