ভোটের দিন ভোট দানে উৎসাহিত বা নিরুৎসাহিত করা যাবে না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটারদের কেউ উৎসাহিত ও নিরুৎসাহিত করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোট কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দির মধ্যে নির্বাচনি প্রচারণার উদ্দেশে পোস্টার, হ্যান্ডবিল বা এমন কোনো প্রকার প্রচারপত্র থাকলে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। কেউ যেন ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন বা কাউকে ভোটদানের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারেন, সেই দিকে কড়া নজর রাখতে হবে। নির্বাচনি প্রচারণার উদ্দেশে পোস্টার, হ্যান্ডবিল বা উক্তরূপ কোনো প্রকার প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। ভোট কেন্দ্রগুলো যাতে অন্ধকার না থাকে সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে। কেউ যেন ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন বা কাউকে ভোটদানের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারেন সেই দিকে কড়া নজর রাখতে হবে।’

 

Comments (০)
Add Comment