Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

১২৩

ছাত্র আন্দোলনের মাঝেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও দুই সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রক্টর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ।  

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে একই বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া খান সনিকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পদে নতুন কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

প্রক্টর নিয়োগ সংক্রান্ত আদেশে জানানো হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্বভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তিনি একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যে কোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave A Reply

Your email address will not be published.