Take a fresh look at your lifestyle.

ববির বঙ্গমাতা হলের নতুন প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

৫৩৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস৷

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০ ডিসেম্বর থেকে শিক্ষা ছুটিতে থাকায় তাসনুভা হাবিব জিসানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্ব থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হয়। এ পদের স্থলাভিষিক্ত হবেন ড. হেনা রাণী বিশ্বাস৷

এ বিষয়ে ড. হেনা রাণী বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সে দায়িত্ব যথাযথভাবে পালন করব। হলের শৃঙ্খলা ও হল ব্যবস্থাপনা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব৷

এসময় তিনি হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.