Take a fresh look at your lifestyle.

ইসরায়েল-হামাস সংঘাত: ভারতীয় অভিনেত্রীর বোন-ভগ্নিপতি নিহত

৪১০

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সৈন্যদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতে মারা গেছেন বলিউড অভিনেত্রী মধুরা নায়েকের বোন ও ভগ্নিপতি।

 

‘নাগিন’খ্যাত অভিনেত্রী মধুরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘আমার বোন ও ভগ্নিপতিকে তাদের সন্তানের সামনে নির্মমমভাবে হত্যা করেছে ফিলিস্তিনের সন্ত্রাসী বাহিনী। রোববার তাদের মৃতদেহ পাওয়া গেছে। আমার বোনের (কাজিন) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার দয়া ও ভালোবাসা আজীবন মনে রাখব। আমাদের প্রার্থনা তার ও সব ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে রয়েছে।’

 

 

ইসরায়েলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মধুরা নায়েক বলেন, ‘এই কঠিন সময়ে দয়া করে আমাদের ও ইসরায়েলের মানুষের পাশে দাঁড়ান। এই সন্ত্রাসীরা বাস্তবে কতটা অমানবিক তা মানুষের দেখার সময় এসেছে।’

এরপর ইনস্টাগ্রামে আরেকটি লাইভ করেন মধুরা নায়েক। এ লাইভে তিনি বলেন, ‘আমি ইহুদি হওয়ার জন্য লজ্জিত, অপমানিত এবং লক্ষ্যবস্তু হয়েছি।’

 

২০০৭ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে নাম লেখান মধুরা নায়েক। তারপর ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দুন’, ‘হাম নে লি হ্যায়- শপথ’, ‘নাগিন’, ‘তুমহারি পাখি’ প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেন তিনি। একই বছর ‘গুড বয়, ব্যাড বয়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মধুরার।

Leave A Reply

Your email address will not be published.